আমরা NE555 বা 555 টাইমার নিয়ে অনেকেই অনেক প্রজেক্ট বানিয়েছি। আসলে এই টাইমারটাকে অনেক কাজে ব্যবহার করা যায়। আজ আমরা এটাকে ফ্রীজের ষ্টার্টিং ডিলে সার্কিট হিসাবে কিভাবে ব্যবহার উপযোগী করা যায় তা দেখব। যা কিনা কারেন্ট চলে গিয়ে আবার আসলেও কমপ্রেসারের উপর চাপ না ফেলে।
পার্টস্ লিস্ট:
১। ১টি NE555 IC
২। ১টি 7812 IC
৩। ১টি BC558 ট্রানজিস্টার
৪। ১টি 12V রিলে
৫। ৫টি 1N4007 ডায়োড
৬। ১টি 1000uf/25V ক্যাপাসিটর
৭। ২টি 100uf/25vক্যাপাসিটর
৮। ১টি 103pf ক্যাপাসিটর
৯। ২টি 2.2k রেজিষ্টেন্স
১০। ১টি 2.2k রেজিষ্টান্স
১১। ১টি 1M ওহমস্ রেজিষ্টেন্স
১২। ২টি LED (লাল + সবুজ)
১৩। ১টি ট্রান্সফরমার(9V-0-9V) বা (0-18V)প্রথমে সার্কিট ডায়াগ্রামটি খেয়াল করুন। পাওয়ার সাপ্লাই এর জন্য ১ টি ৯-০-৯ ভোল্টের ট্রান্সফরমার (আমরা এটাকে ০-১৮ করে নিব) ৪টা ডায়ড, ২টা ফিল্টারিং ক্যাপাসিটর এবং 7812 আইসি ব্যাবহার করে ১২ ভোল্ট রেগুলেটেড পাওয়ার সাপ্লাই তৈরি করে নিলে এটি টাইম এর ভেরিয়েসন আর ডিভাইস এর অপারেটিং ভোল্টেজ কে স্থির রাখবে এবং ডিভাইস এর লাইফ টাইম বাড়িয়ে দেবে।
৪নং ও ৮নং পিনে (+) পাওয়ার এবং ১নং পিনে (-) গ্রাউন্ড , ২নং (TRIG) পিন এবং ৬নং (THR) পিন শর্ট করে 1M ওহমস্ ও 100uf এর সংযোগ হবে। ৭নং (DIS) পিন আমরা ফাকা রাখব যেন ৬নং ও ২নং পিনের সাথের ক্যাপাসিটর টা ডিসচার্জ না হয়, এতে টাইমার টা একবার টাইম কাউন্ট করে থেমে যাবে(মনো শট)। যখন পাওয়ার রিসেট হবে তখন পুনরায় টাইমার টা কাউন্ট করবে। ৩পিন থেকে আউট পুট এর জন্য 3.3k , BC558, ও ১২ ভোল্ট এর রিলে ব্যবহার করব , ২টা LED ডিলেটাইম আকটিভ ও আউট পুট নরমাল একটিভ ইন্ডিকেটর এর কাজ করবে। রিলের COM (Common) ও NO (Normally Open) পিন ফ্রীজের সকেটের সাথে সিরিজ হয়ে যাবে।
তথ্যসূত্র: আমাদের ইলেকট্রনিক্স
বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।