রমজানের ফজিলত

আল্লাহর প্রতি প্রেমাসক্তি ছাড়া আধ্যাত্মিক উন্নতি সাধন, আল্লাহর সন্তুষ্টি অর্জন কিংবা সান্নিধ্য লাভ কোনোটিই সম্ভব নয়। পবিত্র কোরআনে আল্লাহর বাণী, ‘আল্লাহ লোকদিগকে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে।’ (সূরা : মায়িদা, আয়াত : ৫৪)। রাসূল (সা.) বলেছেন, যে পর্যন্ত বান্দা আপন পরিবারপরিজন, ধন-দৌলত ও সব সৃষ্ট থেকে আল্লাহ ও তাঁর রাসূলকে সর্বাপেক্ষা ভালো না বাসবে, সেই পর্যন্ত তার ঈমান দৃঢ় হবে না।

শুধু পানাহার ও যৌনাচার না করাই কি সিয়াম? সিয়ামের মূল উদ্দেশ্য বা হাকিকত কী? তা জেনে সিয়াম পালন করা আবশ্যক। সিয়াম বান্দাকে প্রেমের পথে আহ্বান করে। আল্লাহর ভালোবাসায় সায়েম দুনিয়ার আসক্তি, খায়েস, আরাম-আয়েশ ত্যাগ করে দান-খয়রাত ও পরহিতকর কাজ করে জীবন উৎসর্গের মাধ্যমে ঐশী আনন্দে হৃদয় পূর্ণ করে মহাপ্রভুর প্রেম দুনিয়ার সব আকর্ষণ দূর করে দেয়। আল্লাহ ছাড়া অন্য কিছুর প্রতি আকৃষ্ট হলে হাকিকতের রোজা নষ্ট হয়ে যায়। ফলে এ রোজার কাজা আদায় করতে হয়।

এতে বোঝা যায় রিপুর তাড়না-বাসনা ত্যাগ করে আল্লাহর মহব্বতের প্রতি আকৃষ্ট না হতে পারলে সিয়াম পরিপূর্ণ হবে না। এ রকম সফল সায়েমের জন্যই রয়েছে মহাপুরস্কার মহাপ্রভুর সান্নিধ্য লাভ। ত্যাগ ছাড়া কি পুরস্কার লাভ হতে পারে? রাসূলপাক (সা.) আমাদেরকে আল্লাহর প্রতি ভালোবাসার শিক্ষা দিয়েছেন।

তিনি মোনাজাতে বলতেন, হে আল্লাহ! তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রিয়জনের প্রতি ভালোবাসা এবং যে বস্তু আমাকে তোমার ভালোবাসার সান্নিধ্য দান করে তার ভালোবাসা আমাকে দান কর এবং শীতল পানি পিপাসার্তের কাছে যেমন প্রিয়, তোমার ভালোবাসা আমার কাছে তেমন প্রিয় কর।

মানুষকে ফাঁকি দেয়া, প্রতারণা করা, আত্মীয়স্বজন, প্রতিবেশী-সহকর্মীর হক আদায় না করলে রমজানের হক আদায় হবে না। সত্যিকার রোজাদার হতে হলে অন্তরে আল্লাহর প্রেম ও ভয় জাগ্রত করতে হবে। সর্বপ্রকার বদভ্যাসের স্থানে সদগুণের চিরস্থায়ী স্বভাব তৈরি করতে হবে।

আল্লাহকে পৃথিবীতে কেউ দেখতে পারে না, সিয়ামকেও কেউ দেখতে পারে না। আল্লাহর পানাহার নেই, রোজাদার পানাহার বর্জন করে এসব গুণ সায়েম অর্জন করে। কেয়ামত দিবসে আল্লাহ বলবেন, তোমরা সব ইবাদতের ফল প্রাপ্ত হয়েছ, কেবল সিয়ামের ফল পাওনি। অতঃপর, সিয়ামের পুরস্কার হিসেবে আল্লাহতায়ালার দর্শন লাভ করবে সায়েম।

লেখক : ইসলামী চিন্তাবিদ

Email : ahmadinurisds@gmail.com

তথ্যসূত্র: যুগান্তর

বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।

খবরগুলো আপনার ফেসবুক হোমপেজে নিয়মিত আপডেট পেতে লাইক করুন