লবঙ্গ

আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম খাবার খেয়ে থাকি। কিন্তু আমরা কি জানি কোন খাবারের কি ঔষধি গুন? আজকে আমরা জানব লবঙ্গ, জোয়ান এবং জায়ফলের নানা ঔষধি গুনঃ

মসলা শুধু খাবারের স্বাদ বাড়ায় না। অনেক রকম মসলার অনেক রকম গুণ রয়েছে।

লবঙ্গ
লবঙ্গ* দাঁতের যন্ত্রণায় উপকারী। পাইরিয়ার ক্ষেত্রে উপকারী।

* বমিভাব কমায়।

* অরুচি দূর করে। গলা খুসখুস ভাব কমায়। মানসিক শক্তি বাড়ায়।

* কাশি কমায়। পেটের ব্যথা দূর করে।

জোয়ান
জোয়ান* অর্শরোগে আধা গ্রাম ভাজা জোয়ানের সঙ্গে আধা গ্রাম কালিজিরা মিশিয়ে দিনে দুবার জলসহ খেতে হবে।

* জোয়ান-ক্বাত্থ খেলে কৃমি হয় না।

* পেট ফাঁপায় জোয়ান বাটা পানিতে গুলে খেলে কমে যাবে।

* পুরনো কাশিতে ১-২ গ্রাম জোয়ান বেটে কুসুম গরম পানি দিয়ে যদি এক-দেড় ঘণ্টা পর পর খাওয়ানো যায়, তাহলে কমবে।

* যেকোনো ক্ষতে জোয়ানের গুড়ো প্রলেপ এর মতো করে লাগালে তাড়াতাড়ি শুকিয়ে যায়।

জায়ফল
জায়ফল* ব্লাডপ্রেশার কমায়।

* পেট পরিষ্কার রাখে। লিভার থেকে টঙ্নি দূর করে লিভার ভালো রাখে। ডায়রিয়ার ক্ষেত্রে উপকারী।

* হার্ট সক্রিয় রাখে।

* নিদ্রাহীনতা কমায়। মনঃসংযোগ বাড়ায়

বি:দ্র: আমাদের ফেসবুক পেজ-এ লাইক দিয়ে প্রতিটি লেখার আপডেট পেতে পারেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সময় পেলে আমাদের ওয়েব সাইটের বিভিন্ন অংশ থেকে বেড়িয়ে আসুন। আশা করি ভাল লাগবে।
যেকোন বিষয়ে জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ-এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।

বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।

খবরগুলো আপনার ফেসবুক হোমপেজে নিয়মিত আপডেট পেতে লাইক করুন