ছাড়পোকা

ছারপোকা থাকা মানে ঘুম নষ্ট। গরমে এর উপদ্রব অনেক বেড়ে যায়। যদিও অনেকে এটা দূর করার উপায় জানেন না। এ কারণে সইতে হয় সীমাহীন যন্ত্রণা। দেখে নিন ম্যাট্রেস কিভাবে এটা দূর করবেন-

প্রথমে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। যা লাগবে-

এক কাপ বেকিং সোডা, কয়েক ফোঁটা লেভেন্ডার অয়েল, একটি জগ, চালনি বা কিচেন ড্রপার, ভ্যাকুয়াম ক্লিনার (স্টিমে কাজ করতে পারা ভ্যাকুয়াম ক্লিনার হলে আরও ভালো হয়)।

প্রস্তুতি

বেকিং সোডা ও লেভেন্ডার জগে দিয়ে খুব ভালো করে ঝাঁকাতে হবে। মিশ্রণটি তৈরি হওয়ার পর চালনিটি দিয়ে ম্যাট্রেসের উপরিভাগে এক ঘন্টা সময় নিয়ে ওই উপকরণগুলো ছিটিয়ে দিন। সময় দিন যেন ম্যাট্রেসের চারপাশে ঐ মিশ্রণ পৌঁছে যেতে পারে।

এরপর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ম্যাট্রেসে ছিটানো উপকরণগুলো পরিষ্কার করে ফেলুন। ছারপোকা দূর হয়ে যাবে। তবে আপনার ম্যাট্রেসটি অনেক পুরনো হয় তাহলে সেটি বদলে ফেলাই ভালো।

বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।

খবরগুলো আপনার ফেসবুক হোমপেজে নিয়মিত আপডেট পেতে লাইক করুন