মেয়েরা নিজেদের জন্য কেমন বর পছন্দ করেন? এক গবেষণা প্রমাণ করে দিল, যে রসে বশে আনন্দে রাখতে পারবে এমন বরই বেশি পছন্দ মেয়েদের।
নিউজিল্যান্ডের একটি ডেটিং পরিষেবা সংস্থা ‘এলিট সিঙ্গেলস’-এর গবেষণায় উঠে এল, বেশিরভাগ মেয়ে সেই ছেলেদের বিয়ে করতে চায় না যাদের রোজগার মেয়েটির থেকে কম। ৭০ শতাংশ মহিলাই স্বীকার করে নিয়েছেন, টাকাটা বিবাহ পরবর্তী জীবনের জন্য সবথেকে দরকারি।
সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে, সংসারের মূল উপার্জনকারী পুরুষের প্রতি একজন নারীর আকর্ষণ আজও অটুট।
ওটাগো বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজের অধ্যাপক ক্রিস বিকেল বলছেন, বর্তমান সমাজে স্বামী-স্ত্রী দু’জনের উপার্জনে সংসার চললেও পুরুষ সঙ্গীকেই বেশি উপার্জন করতে হবে। মেয়েদের মধ্যে এই মানসিকতা এখনও রয়েছে।
তবে তিনি আরও বলছেন, মেয়েদের এই প্রবণতার পিছনে সম্ভবত রয়েছে কাজের চাপ ছেড়ে চুটিয়ে সংসার করা ও সন্তান প্রতিপালনের মানসিকতা।
বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।