ওয়েলসে প্রাগৈতিহাসিক যুগের একটি বনের কিছু নিদর্শন হঠাৎ করেই সমুদ্রের উপকূলে ভেসে উঠেছে। ধারণা করা হচ্ছে, ওই ঐতিহাসিক নিদর্শনগুলো চার হাজার পাঁচশ বছর আগের। সম্প্রতি ঘূর্ণিঝড়ের কারণে পানি সরে গেলে নিদর্শনগুলোকে দেখতে পাওয়া যায়।
দৃষ্টিনন্দন ওই দৃশ্যগুলোর আবস্থান ওয়েলসের বোর্ট থেকে শুরু করে ওয়াইুনস-লাস উপকূল পর্যন্ত। দুই থেকে তিন মাইল দীর্ঘ ওই উপকূলে মনোরম দৃশ্যগুলো প্রাণে প্রশান্তি বয়ে নিয়ে আসবে। সমুদ্রে পানি এবং বালিতে ঢেকে যাওয়ার আগে বিস্তির্ণ ওই এলাকায় ছিলো প্রকৃতির মেলায় সবুজের শোভা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হারিয়ে যাওয়া ওই বনটি ১৭ শতকের ক্যান্ট্রের গয়েলোড সভ্যতার পৌরাণিক কাহিনীর সাথে যুক্ত ছিলো। স্থানীয়রা জানায়, এর আগে এই অঞ্চলটির ভূমি ছিলো উর্বর। যেদিকেই চোখ যেতো শুধু প্রকৃতিকে মনোহর ও বৈচিত্র্যময় সবুজের দৃশ্য দেখা যেতো। ওই অঞ্চলের শহরটিতে বাঁধ দিয়ে পানি আটকে রাখা হতো। ফলে বন্যার হাত থেকে রক্ষা পাওয়া যেতো।
চলতি বছরের এপ্রিল মাসের একটি ঝড়ের পর জেগে উঠে সানকেইন বনের ওই অবশিষ্টাংশগুলো।
মনোরম ওই দৃশ্যগুলো দেখলে আপনিও হারিয়ে যেতে পারেন ১৭ শতকের ক্যান্ট্রের গয়েলোড সভ্যতার পৌরাণিক কাহিনীর সাথে। যান্ত্রিক এই জীবন থেকে একটু ছুটি পেয়েই ছুটে যেতে পারেন প্রাকৃতিক পরিবেশের দিকে প্রকৃতির অপরূপ দৃশ্যগুলো উপভোগ করতে।
সূত্র: কালের কণ্ঠ
বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।