বিশ্বের সবচেয়ে লম্বা প্রাইভেট কার

শুনতে অবাক হলেও এটি আসলে অদ্ভুত একটি মানুষের সৃষ্টি। গাড়ি বলতে আমরা অনেক ঘরনের যানবাহনকে বুঝিয়ে থাকি, তাই এটাকে প্রাইভেট কার হিসেবও আমরা ধরতে পারি। আলোচনার শীর্ষে বিশ্বের সবচেয়ে লম্বা প্রাইভেট কার এটি।

১০০ ফিট গাড়িটি এখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। গাড়িটি ব্যবহার করা হবে হলিউড চলচ্চিত্রে।

এটি তৈরি করেছেন জয় অরবার্গ অফ বুরব্যাঙ্ক। গাড়িটি গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ডে স্থান পেয়েছে। গাড়িটি অসম্ভব সুন্দর। একবার দেখলে যে কারো গাড়িটিতে উঠতে ইচ্ছে করবে।

ক্যালিফর্নিয়ায় তৈরি ১০০ ফিট লম্বা গাড়িটিতে ২৬টি চাকা রয়েছে। রয়েছে ২টি চালক ক্যাবিন। এটি মূলত হলিউড চলচ্চিত্রে ব্যবহারের জন্যই বানানো হয়েছে। বিভিন্ন প্রদর্শনীতে গাড়িটি উন্মুক্ত করা হবে।

বিলাসবহুল গাড়ির মধ্যে রয়েছে স্পা, সুইমিং পুল, কিং সাইজ বেড, সান ডেক। একটি হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য রয়েছে হেলিপ্যাড। একেবারে বিস্ময়কর।

বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।

খবরগুলো আপনার ফেসবুক হোমপেজে নিয়মিত আপডেট পেতে লাইক করুন