মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস তুরস্কের নতুন অফিসের জন্য একজন দক্ষ লোক খুঁজছেন। প্রায় ২০,০০০ আবেদনপত্র জমা পড়লো! এই ২০,০০০ জনের মধ্যে ‘তরফদার’ নামের এক বাংলাদেশিও আছেন।
বিল গেটস ২০,০০০ আবেদনকারীকেই একসাথে একটা বড় হল রুমে ডাকলেন। বিল গেটস বললেন- “এখানে যারা ‘জাভা প্রোগ্রামিং’ জানেন, শুধু তারা থাকবেন। বাকিরা দয়া করে আসতে পারেন।”
২০,০০০ এর মধ্যে ১০,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন- ‘জাভা প্রোগ্রামিং’ এমন কি জিনিষ! চাকরিটা পেলে দুই দিনে না হয় শিখে নিব। দাঁড়িয়েই থাকি বরং…। তিনি গেলেন না।
বিল গেটস এবার বললেন- “এখানে যাদের ‘নেটওয়ার্কিংয়ে দক্ষতা আছে, শুধু তারা থাকবেন। বাকিরা দয়া করে আসতে পারেন।”
১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন- ‘নেটওয়ার্কিং
আর এমন কি জিনিষ। চাকরিটা পেলে দুইদিনের মামলা এটা! তিনি দাঁড়িয়েই রইলেন।
বিল গেটস এবার বললেন- “এখানে যাদের ‘ উইন্ডোজ ও লিনাক্সে’ দক্ষতা আছে, শুধু তারা থাকবেন। বাকিরা দয়া করে আসতে পারেন।”
৫,০০০ এর মধ্যে ৩,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন- ব্যাপার না। চাকরিটা পেলে দুই দিনে শর্ট কোর্স করে নিব।
বিল গেটস এবার বললেন, ‘‘যারা তুরস্কের ভাষা ভালোমতো বলতে পারেন তারা থাকবেন। আর
বাকিরা দয়া করে আসতে পারেন।’’
২,০০০ এর মধ্যে ১,৯৯৮ জন হল ত্যাগ করলেন। দুইজন দাঁড়িয়ে রইলেন। তরফদার আর আরেক ভদ্র লোক।
বিল গেটস বললেন- ‘‘গুড, তোমরা দুইজন আমাদের সকল চাহিদা ফুলফিল করেছো। তোমাদেরকেই কোম্পানি খুঁজছে। তোমাদের এখন আমি ছোট্ট একটা টেস্ট নিবো। তবে তার আগে তোমরা দুইজন একে অপরের সাথে তুরস্কের ভাষায় কিছু কথা বলো তো দেখি…’’
তরফদার সাহেব পাশের ভদ্র লোককে আমতা আমতা করে বলল- কেমন আছুইন?
পাশের ভদ্রলোক দাঁত বের হাসল। তারপর বলল- ‘এইতো, বালা আছি… আফনে কিরাম আছুইন?’
বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।