ফেসবুকের বন্ধুদের কাছ থেকে ম্যাসেজে লিংক

ফেসবুকে নতুন একটি সমস্যায় হয়তো অনেকেই পরেছেন। সেটা হচ্ছে বন্ধুর কাছ থেকে কোন ম্যাসেজ আসছে, ক্লিক করলেই হ্যাক হয়ে যাচ্ছে আপনার ফেসবুক একাউন্ট।

তাহলে? আসুন, বিস্তারিত জেনে নেই এটা আসলে কি? কিভাবে কাজ করে আর কিভাবে রক্ষা পাওয়া যাবে?

কয়েকদিন থেকে খেয়াল করছি যে আমার খুব কাছের মানুষদের কাছ থেকে ম্যাসেজ আসছে। ম্যাসেজ-এ পাওয়া যাচ্ছে একটি লিংক আর নিচে আমার প্রোফাইল পিকচার।

লিংকটা দেখেই আমার কৌতুহল হল। সাথে সাথেই আমি তাকে ফোন দিলাম। বলল, এটা সে করেনি। কি হয়েছে? বলল, একাউন্ট হ্যাক হয়ে গেছে। এবার লিংকটি নিয়ে গবেষণা শুরু করলাম। দেখলাম লিংকটিতে রয়েছে ইন্সটাগ্রাম এর একটি লিংক। লিংকটি এমন ভাবে তৈরি করা, যে কেউই ধোকা খেয়ে যাবে।

যদি কখনও এমন লিংক দেখেন, তাহলে খেয়াল করুন, এটা একটা ফিসিং সাইট। এই লিংকটার মুল ডোমেইন একটা .tk (08r5c.tk)। যখনই আপনি এই লিংক-এ ক্লিক করবেন, তখনই ব্রাউজারে সেভ হয়ে থাকা সবগুলো পাসওয়ার্ড এবং কুকিজ চলে যাবে হ্যাকারের ডাটাবেজ-ফাইলে। কিন্তু কিভাবে? আপনি লিংক-এ ক্লিক করার সাথে সাথেই বেশ কয়েকটি স্ক্রিপ্ট রান করবে। যেই স্ক্রিপ্ট রান করবে, তখনই সমস্ত কুকিজ এবং পাসওয়ার্ড চলে যাবে। এর পর একটি উইন্ডোতে আপনাকে নিয়ে যাবে, যেটা হুবহু ফেসবুকের মত দেখতে। ছবিতে দিয়ে দিলাম। লিংক সহ।

ফেসবুকের বন্ধুদের কাছ থেকে ম্যাসেজে কোন লিংক থাকলে কি করতে হবেউপরের ছবিটি ভাল করে খেয়াল করুন। পেজটা দেখতে হুবহু ফেবসুকের মত, কিন্তু লিংকটা খেয়াল করুন। যেখানে ফেসবুক-এর জায়গায় অন্য কিছু। পেজটিতে বলা হচ্ছে ক্লিক এবং প্লে করুন এবং এক্সটেনশন-টা যোগ করুন পরবর্তীতে আরও ভিডিও দেখতে চাইল। যখনই আপনি উইন্ডোটা ক্লোজ করতে যাবেন, তখনই বলবে, আপনি হয়তো কিছু একটা মিস করতে যাচ্ছেন। যখনই এলাউ করবেন, তখনই এক্সটেনশনটা আপনার ব্রাউজারে সেভ হয়ে যাবে। তার মানে, ফেসবুক একাউন্ট সহ আগে কাজ করা সমস্ত কিছুর পাসওয়ার্ড তো চলে গেছেই, এবার শুরু হল পরবর্তীতে যে কাজ করবেন, সেটার মনিটর করা। তার মানে, আপনি এবার থেকে যত ওয়েবসাইট ব্রাউজ করছেন, যা করছেন, সবকিছুর ব্লাইণ্ড মনিটর হচ্ছে এই প্লাগিন্স বা এডন্স-এর মাধ্যমে।

তাই বন্ধুরা, আপনাদের আবারও অনুরোধ করছি, নিজে সতর্ক হন, এবং কখনই কোন বন্ধুর দেওয়া কোন লিংক-এ ক্লিক করবেন না। তবে কোন লিংক শেয়ার করতে হলে লিংক-এর মাঝে স্পেস ব্যবহার করুন এবং আপনার বন্ধুকে বলুন, স্পেসটা রিমুভ করে নিতে।

এবার আসুন, যদি ভুল করে ক্লিক করেই থাকেন, তাহলে সাথে সাথেই ব্রাউজার থেকে এক্সটেনশনটা রিমুভ করে দেন। যদি ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করার থাকে, সব একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। বিশেষ করে ফেসবুকের পাসওয়ার্ড এবং ইমেইল। যদি সম্ভব হয়, তাহলে মোবাইল ভেরিফিকেশন অন করে নিন।

মনে রাখবেন, আমাদের সতর্কতা কোন সময় আমাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু একটু অসতর্কতা বা অলসতার কারনে হারাতে হতে পারে আমাদের তৈরি করা প্রয়োজনীয় সব একাউন্ট।

শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।

বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।

খবরগুলো আপনার ফেসবুক হোমপেজে নিয়মিত আপডেট পেতে লাইক করুন