ফুরফুরে থাকা

মানুষ সুন্দরের পুজারি। তাই যেই কোন সুন্দর জিনিসের প্রতি প্রতিটি মানুষেরই আকর্ষণ থাকে। ছেলে বলুন আর মেয়েই বলুন, প্রত্যেকেই সুন্দরকে ভালবাসে। আর যদি মনের মানুষের কথা বলা যায়, তাহলে তো কোন কথাই নেই। প্রত্যেকেই চান তার মনের মানুষটি যেন সুন্দর হয় আর প্রত্যেকেই চান তার বিপরিত লিঙ্গের মানুষটিকে আকৃষ্ট করতে।

ইংরেজিতে একটি প্রবাদ আছে, ‘ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন’। একেবারে ঠিক কথা। ইনিংসের শুরুটা যদি ভালো না হয়, তবে লম্বা ইনিংসে পার্টনারশিপ গড়বেনই বা কেমন করে! তবে প্রথমবার কারও সঙ্গে ডেটিংয়ে গেলে মনের মধ্যে একটু উৎকণ্ঠা তো থাকবেই। আর সেটাই আসল সময়ে পরিস্থিতি ঘেঁটে দিতে পারে। তাহলে প্রথম ডেটিংটা জমিয়ে তুলবেন কী ভাবে? এজন্য রইল পাঁচটি টিপস…

১) বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখুন: মুখে যতটা না কথা বলবেন, আপনার চোখ-মুখ, শরীরি ভাষা তার চেয়ে অনেক বেশি কিছু আপনার সম্পর্কে আপনার সঙ্গিনীকে জানিয় দেবে। ফলে সেটা ঠিক রাখা খুবই জরুরি। যতটা সম্ভব স্বাভাবিক থাকা চেষ্টা করুন। হাত-পায়ের দিকে খেয়াল রাখতে গিয়ে আবার সময়টাকে হারিয়ে ফেলবেন না। মনে করুন, বাড়িতে নিজের ড্রয়িং রুমে বসে আছেন।

২) ‘চুল তার কবেকার…’: একটা জিনিস মনে রাখবেন, যে কোনও লোক সবার প্রথমে পা এবং মাথা এই দু’টি জিনিস লক্ষ্য করেন। ফলে, শুধু চকচকে জুতো হলেই চলবে না, চুলটাও একটু ভদ্রস্থ হতে হবে। যেমন হেয়ারকাটে আপনাকে সব থেকে ভালো মানায় তেমনটাই ট্রাই করুন। প্রথম ডেটিংয়ে এক্সপেরিমেন্ট, নৈব নৈব চ।

৩) ফ্রেশ ব্রেথ ভীষণ জরুরি: ‘আরও কাছাকাছি, আরও কাছে এসো’, মনে মনে এই গান তো বাজতেই থাকবে। ফার্স্ট ডেট বলে কথা। কিন্তু কাছে আসার আগে নিজের মুখের গন্ধটা একটু চেক করুন। হতে পারে ডেটে আসার আগে এক গাদা পেঁয়াজ খেয়ে এসেছেন, ডিমও হতে পারে। তাতে ইমপ্রেশনের দফারফা। অনেকের মুখের দুর্গন্ধের সমস্যা থাকতে পারে। এটা কিন্তু একেবারেই বরদাস্ত করবেন না আপনার সঙ্গিনী। ফলে সব থেকে ভালো হয়, ডেটিংয়ে যাওয়ার আগে মুখে খানিকটা এলাচের দানা বা লবঙ্গ ফেলে রাখুন। এটা না হলে মিন্ট চিউয়িংগামও চলতে পারে।

৪) নিজের উপর কনফিডেন্স রাখুন: কনফিডেন্স এবং ওভার কনফিডেন্সের মধ্যে তফাতটা খুব সূক্ষ্ম ফলে নিজের উপর কনফিডেন্স রাখুন, ওভার কনফিডেন্ট হয়ে পড়লে সঙ্গিনী আপনাকে নাক উঁচু ভাবতে পারেন। আবার কনফিডেন্সের অভাব ঘটলে বা ডেটে গিয়ে নার্ভাস হয়ে পড়লে নাকচ হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। মনে রাখবেন, নিজের উপর যদি বিশ্বাস না রাখেন তবে অন্যেরা বিশ্বাস রাখবেন কী করে!

৫) মধ্যপ্রদেশের খেয়াল রাখুন: স্বাস্থ্যবান হওয়া খারাপ কিছু নয়, তবে মধ্যপ্রদেশে বেশ খানিকটা বড় হলে প্রথমেই খানিকটা ধাক্কা খাবেন। মানে বুদ্ধিমত্তা তো পরে প্রকাশ পায়, আগে সকলেই বহিরঙ্গটা দেখেন। ফলে মধ্যপ্রদেশে ‘জায়গা-জমি’ থাকলে তা খানিকটা কমান। প্রথম ডেটিংয়ে যদি উতরে যান, তবে দ্বিতীয় ডেটিং থেকেই সঙ্গিনীকে তাক লাগিয়ে দিন। এই চেষ্টাটাও যদি আপনার কাছের মানুষ দেখতে পারেন, তবে আপনার সম্পর্কে ধারণা ভালোই হবে।

বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।

খবরগুলো আপনার ফেসবুক হোমপেজে নিয়মিত আপডেট পেতে লাইক করুন