Tube DC CKT

টিউবলাইটের সাথে আমরা সকলেই পরিচিত। এর আলো অনেক ভাল। কিন্তু বড় সমস্যা হল, এটা ফিউজ না হয়ে অনেক সময় দুর্বল হয়ে যায়। তখন আর জ্বলতে চায় না। তখন উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিসি ভোল্টেজই পারে নষ্ট টিউব লাইট জ্বালাতে! আজকে আমরা দেখব, কিভাবে নষ্ট টিউবলাইটকে উচ্চ ডিসি ভোল্টেজের সার্কিটের মাধ্যমে জ্বালাতে পারি। তাই এসি ভোল্টেজকে ডিসিতে কনর্ভাট করতে হবে! এর জন্য আপনাকে চারটি রেকটিফায়ার ডায়োড সংগ্রহ করে ব্রিজ কানেকশন তৈরি কারতে হবে। এবার ব্লাস্ট বা চোক কয়েল, স্টাটার ও দুর্বল টিউব লাইট দিয়ে এই চিত্রের মতো সংযোগ দিন!

Tube DC CKT

বি:দ্র: ১. টিউব লাইটের দুই পাশেরই ফিলামেন্ট নষ্ট হলে হবে না. যেকোন এক পাশের ফিলামেন্ট ভালো থাকতে হবে ! অথবা দুই পাশেরৈ ফিলামেন্ট ভালো কিন্তু টিউব লাইট আলো কম দেয়, আলো কাপে এই জাতীয় টিউব লাইট ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন।
২. যেকোন রেকটিফায়ার ডায়োড ব্যবহার করতে পারবেন যেমন, 1N4007.

বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।

খবরগুলো আপনার ফেসবুক হোমপেজে নিয়মিত আপডেট পেতে লাইক করুন