মোটা মানুষ

দিনে ৩৬টি ডিম, পাঁচকেজি গরুর মাংস ও পাঁচ লিটার দুধ লাগে পাকিস্তানি অতিকায় আরবাব খিজর হায়াতের। তিনি পাকিস্তানে হাল্ক নামে পরিচিত। ৪৩৬ কিলোগ্রাম ওজনের আরবাব ওয়ার্ল্ড রেসলিং ইন্টারটেনমেন্ট (ডাব্লুডাব্লুই)-তে অংশগ্রহণ করতে আগ্রহী।

ব্রিটিশ গণমাধ্যশ ডেইলি মেলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আরবাব জানিয়েছেন, ডব্লুডব্লুই-তে যোগ দেওয়াই তার একমাত্র লক্ষ্য। এজন্য ওজন যাতে নির্দিষ্ট পরিমাণ করা যায়, সেই লক্ষে চিকিত্সকদের পরামর্শ নিচ্ছেন তিনি।

আরবাবের দাবি, তিনিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। তার উচ্চতা ৬.৩ ফুট। দিনে ৩৬ টি ডিম, পাঁচ কিলো মাংস ও পাঁচ লিটার দুধ খান তিনি।

আরবাবের দাবি, এত ভারী হলেও তার কোনও শারীরিক সমস্যা নেই।

বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।

খবরগুলো আপনার ফেসবুক হোমপেজে নিয়মিত আপডেট পেতে লাইক করুন