যে কোন ইলেক্ট্রনিক্স সার্কিটের প্রাণ হলো এর পাওয়ার সাপ্লাই। দুইভাবে এই সাপ্লাই আমরা সাধারণত দিয়ে থাকি:
১. ব্যাটারী
২. বিদ্যুতের সাহায্যে
ব্যাটারী দিয়ে করা পাওয়ার সাপ্লাই সোজা ব্যাটারী হতে পজেটিভ আর নেগেটিভ কানেকশন। আর ব্যাটারীর ভোল্ট অনুযায়ী তা সার্কিটে দেওয়া। কিন্তু যদি বাড়ির বিদ্যুতের লাইন থেকে আমরা কানেকশন দিতে যাই তবে আমাদের দরকার পরে একটি যন্ত্রের আর সেই যন্ত্রের নাম ট্রান্সফরমার। বাড়ির বিদ্যুত যেহেতু সাধারণত ২২০ ভোল্ট থাকে এবং আমাদের অধিকাংশ ইলেক্ট্রনিক্স সার্কিট অনেক কম ভোল্টো চলে তাই এই ২২০ ভোল্টকে কমানোর জন্য ট্রান্সফরমার ব্যাবহার করা হয়। একটি ট্রান্সফরমার দেখতে কেমন তা নীচে দেখি
ট্রান্সফরমার শুধুমাত্র এসি বা দিকপরবর্তি বিদ্যুৎ ব্যবস্থায় কাজ করে এটা মাথায় রাখতে হবে। ব্যাটারীর ভোল্টকে ট্রান্সফরমার কমাতে পারে না বা বাড়াতে পারে না। একটি ট্রান্সফরমার ব্যবহার করে কিভাবে একটি ১২ ভোল্টের পাওয়ার এডাপটার বা ব্যাটারী ইলিমেনেটর তৈরী করা যায় সেটা শিখব। আসুন তাহলে নীচের ডায়াগ্রামটি দেখি –
এখানে দেখতে পাচ্ছি একটি ট্রান্সফরমার, চারটি ডায়োড ও একটি ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করে সার্কিট টি করা হয়েছে।
এখানে দেখতে পাচ্ছি একটি ট্রান্সফরমার, দুইটি ডায়োড, একটি ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর ও একটি পাওয়ার আইসি ব্যবহার করে সার্কিট টি করা হয়েছে। ট্রান্সফরমারটি প্রথমে বাড়ির ২২০ ভোল্ট লাইনের বিদ্যুতকে কমিয়ে ১২ ভোল্টে আনবে। এর পর ডায়োড এই ১২ ভোল্ট এসি কে ডিসিতে রূপান্তরিত করবে। আর এর পরে ক্যাপাসিটরটি সেই ডিই ভোল্টেজকে ফিল্টার করে রিপল দুর করবে বা আউটপুটের ডিসিকে স্মুথ করবে।
আমরা বাজার থেকে একটি ১২ ভোল্ট ৩ এম্পিয়ারের ট্রান্সফরমার কিনব প্রথমে যার দাম ১৫০ টাকার আশপাশে হবে। এর পর এর আউটপুটে চারটি রেকটিফায়ার ডায়োড দিয়ে ব্রীজ আকারে রেকটিফায়ার বানাব। এর জন্য 1N4007 বা 1N5400 মানের ডায়োড কিনলেই হবে যার চারটির দাম ৪ টাকা থেকে ১২ টাকা । ফিল্টারের জন্য একটি ৪৭০০ মাইক্রোফেরাড মানের ক্যাপাসিটর কিনব। এর ভোল্ট হবে কমপক্ষে ২৫ ভোল্ট। দাম পরতে পারে মান ভেদে ১৫ টাকা থেকে ৩০ টাকা। এটা সস্তা মানের ব্যবহার না করাটাই ভালো।
সার্কিটের মতো করে কানেকশন দিলে তৈরী হবে আপনার একটি ১২ ভোল্ট মানের পাওয়ার সাপ্লাই। আউটপুটে ভাল মানের তার ব্যবহার করতে হবে। ২২০ ভোল্ট ইনপুট সাইডে তার ভালো করে কানেকশন দিয়ে টেপ দিয়ে ভাল করে মুড়িয়ে দিতে হবে। কোন অবস্থায় লাইন চালু করা থাকলে হাত দেওয়া যাবে না। আর ২২০ ভোল্ট লাইনে কাজ করবার অভিজ্ঞতা সম্পন্ন কারো সাহায্য ছাড়া কোন প্রকার এক্সপেরিমেন্ট করা বিপদজনক। আপনি যেই ভোল্ট ও এ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই চান, সেই মানের ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন। তবে বেশি এ্যাম্পিয়ার চাইলে আপনার ডায়োডের পরিবর্তন করতে হবে।
তথ্যসূত্র: বিভিন্ন ওয়েবসাইট অবলম্বনে
বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।