একটি সমন্বিত ফটো শেয়ারিং ওয়েব সাইট।
এর সুবিধা গুলো সংক্ষেপে জেনে নিইঃ
ছবিকে কয়েক হাজার গুণ পর্যন্ত বড় করে দেখা।
একটি মুক্ত সফটওয়্যার। NO crack,No serial.
Built-in Photo-editor, যা খুবই শক্তিশালী।
সবচেয়ে বড় কথা আপনি পিকাসা দিয়ে ছবি এডিট করলে তা আবার আগের রুপে ফিরিয়ে আনা সম্ভব।
সরাসরি ইউটিউবে ভিডিও আপলোড সুবিধা।
টেক জায়ান্ট গুগল পরিচালিত অনলাইন album-এ ফ্রী ছবি রাখা।
ছবি কোলাজ, মিউজিক সহ slideshow এর সিডি তৈরি।
ছবিকে খুব সহজে হার্ডডিস্ক থেকে খুজে বের করায় জুরি নেই।
ব্লগার সহ অন্য যেকোন সাইট ও ছবি আপলোড সুবিধা।
এবং আরো অনেক কিছু…….
ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন
বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।