ঝগড়া

সাধারণত প্রত্যেকটি সম্পর্কেই ওঠা-নামা থাকে, মান-অভিমান হয়; ঝগড়া হয়। তবে ঝগড়ার পর আপনার ভেতরে অনুশোচনা তৈরি হলে এবং আপনি ভাবতে থাকলে কীভাবে সঙ্গীর সঙ্গে আবার কথা বলা শুরু করবেন, তাহলে আপনার জন্য রইল কিছু পরামর্শ।

ঝগড়ার পর মান ভাঙাতে কথোপকথন শুরু করার কিছু উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।

১. দুপুরবেলা একসঙ্গে খান

হয়তো আপনি অফিসে রয়েছেন, সঙ্গীকে দুপুরের খাবার আপনার কাছে এসে খেতে বলুন। নিজেদের মধ্যে কিছুটা সময় কাটান। এবং তখন আর নতুন করে ঝগড়া বাঁধাতে শুরু করবেন না।

২. টেক্সট করুন

সঙ্গীকে টেক্সট বা ম্যাসাজ করুন। এটা কিন্তু খুব কাজে আসে। সেই ম্যাসেজে জানান, এই সম্পর্ক ও সে আপনার জন্য কতটা জরুরি। এ পুনরুক্তি আপনাদের সম্পর্কে প্রাণ ফিরিয়ে আনবে।

৩. ফোন করুন

তাকে ফোন করুন। সমস্যা সমাধানে কথা বলার কিন্তু বিকল্প নেই। এ সময় অভিযোগ করা বন্ধ করে মূল কথা বলুন।

৪. চমকে দিন

সঙ্গীর অভিমান ভাঙানোর জন্য এমন কিছু করতে পারেন যেন সে চমকে যায় এবং তার প্রতি আপনার ভালোবাসারও প্রকাশ ঘটে। তাকে কোনো কার্ড দিতে পারেন বা তার পছন্দের কোনো রান্না করে খাওয়াতে পারেন অথবা তার পছন্দের কিছু কিনে দিতে পারেন। এতে সমস্যা একটু শিথিল হলেও হতে পারে।

৫.‘দুঃখিত’ বলুন

এসব কিছু করার পরও যদি পাহাড় গলাতে না পারেন, তাহলে ‘দুঃখিত’ বলুন। যদি দোষটা আপনি করে থাকেন, তাহলে নিজের অহং ছেড়ে দুঃখিত বলতে অসুবিধা কীসের? ‘দুঃখিত’ বলুন এবং সম্পর্ক এগিয়ে নিয়ে যান।

বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।

খবরগুলো আপনার ফেসবুক হোমপেজে নিয়মিত আপডেট পেতে লাইক করুন