কখনো ভাবিনি ওদের রক্তে হবে আমার হাত রক্তাক্ত, কখনো ভাবিনি ওদের কবর খুড়বে আমার দুটি হাত..!!
“করোনা” সংক্রামিত হওয়ার ভয়ে দেশ ও বিশ্ব যখন লকডাউনের যুদ্ধে। তখন শতশত মানুষের ব্যাবসা ও জীবিকা প্রায় ধংসের মুখে। লকডাউন সমস্যায় দিশেহারা কৃষক ও খামারিদের নিয়ে এটা আমার তৃতীয় ধাপের লেখা। আমার প্রথম লেখার পর টিভি সংবাদ মাধ্যমে জানতে পেরেছিলাম যে, মাননীয়া শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত কৃষক ও ক্ষুদ্র খামারিদের জন্য কোটিকোটি টাকা প্রণোদনা দেবার বাজেট দিয়েছেন।কিন্তু দুঃক্ষের বিষয় হচ্ছে যে, আমাদের মতন ক্ষুদ্র খামারি ও কৃষকেরা প্রণোদনা তো দূরে থাক বরং স্বল্প সূদের ক্ষুদ্র ঋণ থেকেও বঞ্চিত হচ্ছে।
যদিও গত দুইবারেও প্রধানমন্ত্রী বা সরকার কতৃপক্ষের কারোর দৃষ্টি ক্ষুদ্র পর্যায়ের কোনো খামারি বা কৃষকের উপর পড়ে নাই আমার জানামতে।
তবুও তৃতীয় বারের মতন দৃষ্টি আকর্ষনের চেষ্টা করছি বুক ভরা আশা নিয়ে।।
গত তিন মাসে আমি লকডাউন সমস্যায় পড়ে আমার লাভজনক হাঁসের খামারে প্রায় ৫ লক্ষ টাকা লোকশান গুনেছি। সেই লোকশান না হয় দেশ ও জাতির সেবায় মেনে নিলাম। কিন্তু লোকডাউনের কারনে #প্রাণী_সম্পদ” অফিসে ডাক প্লেগ ও ডাক কলেরা ভ্যাক্সিন সরবারাহের ঘাটতি জনিত সমস্যায় গত একদিনের মধ্যে আমাদের…. #মোল্লা_মল্লিক_ফ্রেন্ডস_এগ্রো_প্রজেক্ট এর প্রায় দুই শতাধিক ডিম পাড়া হাঁস ডাক কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এবং প্রায় আরো শতাধিক হাঁস মৃত্যু প্রহর গুনছে। এই লোকশান এবং অজস্র প্রাণ নাশের দ্বায় কিসের দোহায় আজ আমি মেনে নিবো, তাহা কি কেউ বলবেন…??
হাঁসের ডিম উৎপাদন হওয়া পর্যন্ত হাঁসের জন্য মাথাপিছু ব্যায় প্রায় ১২০০ টাকা, যাহা ৩০০×১২০০= ৩,৬০,০০০ টাকা। প্রতিটা ডিমের সর্বনিম্ন বাজার মূল্য ৮ টাকা করে হলে প্রতি মাসের ইনকাম ৩০০×৮×৩০= ৭২০০০ টাকা, যাহা বাৎসরিক হিসেবে ৮,৬৪,০০০ টাকা
অতএব, পূর্বের জের ও বর্তমান লোকশান সহ মোট…
৫,০০,০০০ + ৩,৬০,০০০ + ৮,৬৪,০০০= ১৭,২৪,০০০/=
এমতাবস্থায়, বাংলাদেশ গনপ্রজাতন্ত্রী সরকারের কাছে আমার প্রশ্ন…….
আমার ব্যবসায়ীক ঋণের বোঝা কে টানবে…???
আমার এই ক্ষতির দ্বায় কে নেবে..??
আমার ক্ষতিপূরন কে দিবে…??
#বিঃদ্রঃ আমার মতন এমন অজস্র কর্মনিষ্ঠ বাংলাদেশি যুবক তাদের সততার কঠিন পরিশ্রমে
গড়ে তোলা সফল ব্যবসা কেন্দ্র অসহায় দৃষ্টিতে ধংস হতে দেখছে ফ্যালফ্যালিয়ে..!!!
লেখকঃ লিমন মল্লিক,
আলমডাঙ্গ, চুয়াডাঙ্গা।
বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।