একদিন রাতের বেলা মন্টু আর ছন্টু মিলে অনেকগুলো আম চুরি করছে।
কিন্তু এতগুলা কোথায় ভাগাভাগি করবে বুঝতে পারতেছিল না।
সামনেই একটা কবরস্থান ছিল। তারা দেওয়াল টপকে কবরস্থানের ভিতর ঢুকে পড়লো।
কিন্তু দেওয়াল পার হওয়ার সময় দুইটা আম ঝাঁকি খেয়ে পড়ে গেলো, তারা সেটা তোলার সময় পেলোনা।
তো এক মাতাল সেই রাস্তা দিয়া যাইতেছিল, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতেছে “এটা তোর, একটা আমার, এটা তোর, এটা আমার!”
এই শুনে মাতাল দ্রুত হাঁটা দিল।
সামনেই এক পুলিশের দেখা পেয়ে মাতাল বলছে, “ভাই, কবরস্থানে ভূত আছে। লাশ ভাগাভাগি করতাছে। আরেকটু হইলে আমারেও খাইছিলো। অনেক কষ্টে বাঁইচা আসছি।”
পুলিশ বলল, “চলেন দেখি, কোথায় ভূত, কোথায় কি!” দুইজনেই কবরস্থানের কাছে পৌছে শুনতেছে, “এটা তোর, এটা আমার, এটা তোর, এটা আমার”
পুলিশ তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে।
হঠাৎ মন্টু বলে উঠলো, “তাইলে দেওয়ালের ওই পাশের দুইডারে কি করবি?
“এই কথা শুইনা পুলিশ ও মাতাল ওখানেই অজ্ঞান হইয়া পড়ল।
বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।