আমাদের ব্যক্তিস্বাধীনতা বলে আক্ষরিক অর্থেই আর কিছু থাকল না। আমাদের সবার গতিবিধিই শুধু নয়, আপনি সারাদিন যা কথা বলছেন, সব সে শুনছে। রেকর্ডিংও করছে। কোন ব্রাউজারে যা লিখছেন, সেটাও সংরক্ষণ করে নিচ্ছে। সোজা কথায়, আপনার জীবনযাপন, গোপন কথা, ব্যক্তিগত কাজ, সবকিছু সার্চ, ব্রাউজ করা থেকে শুরু করে– সব কিছু সে জেনে ফেলছে প্রতিনিয়ত; প্রতিমুহূর্তে। সে আর কেউ না, এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল।
জানা গিয়েছে, আপনি কম্পিউটার বা মোবাইলে যা ভয়েস সার্চ করেন, তা-ই রেকর্ড করে নেয় সেই মুহূর্তেই। এখই সঙ্গে গুগল-এ আপনি যা লিখে সার্চ করেন, গুগলও আপনাকে ওই সময় ট্র্যাক করে নেয় এবং আপনার ই-মেল বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের প্রোফাইলে সেই সম্পর্কিত বিজ্ঞাপন দিতে থাকে। অর্থাত্, খেয়াল করে দেখবেন, আপনি যদি গুগল সার্চে জামা-কাপড় বা ঘড়ি সার্চ করেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের প্রোফাইলে দেখবেন, কিছুক্ষণ পরেই সেই জিনিসের বিজ্ঞাপন। আপনি যে এন্ড্রয়েড ফোন ব্যবহার করছেন; তার সমস্ত তথ্য, কন্টাক্ট, ম্যাসেজ ইত্যাদি সেভ করে নেয় গুগল।
গুগল-এর অবশ্য বক্তব্য, কারও ব্যক্তি নিরাপত্তায় নাক গলানোর জন্য নয়, নিজেদের সার্চ ইঞ্জিনকে আরও উন্নত করে মানুষের উপকারের জন্যই এই ব্যবস্থা।
বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।