বর্তমান যুগে থ্রিডি প্রযুক্তি, প্রজেক্টর আর স্মার্টফোনের ক্যারিশমা এখন প্রায় মানুষের হাতের নাগালেই। কিছু কারিগরিবিদ্যা ফলিয়ে আপনার প্রিয় স্মার্টফোনটিকে ত্রিমাত্রিক হলোগ্রাম করে নিতে পারবেন।

মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারেন থ্রিডি হলোগ্রাম প্রজেক্টর। চলুন কি কি প্রয়োজন এজন্য:

১. গ্রাপ প্রেপার
২. সিডি কেইস (ক্রিস্টাল কালারের)
৩. টেপ অথবা সুপার গ্লু
৪. কলম
৫. কাচি
৬. একটি ছুড়ি (গ্লাস কাটার থাকলে ভাল হয়)
৭. অবশ্যই একটি স্মার্ট ফোন

প্রথমে আপনার গ্রাপ কাগছে একে নিন সিডি কেইসের কতটুকু অংশকাটবেন। এরপর সিডির ক্রিস্টাল অংশের আসেপাসের অতিরিক্ত ক্রিস্টাল ছেটে ফেলে দিন। এর পর সাবধানে গ্লাসটি আপনার গ্রাপ পেপারের উপরে রেখে কাটার দিয়ে কাটুন।এরকম একি মাপের চারটি অংশ তৈরি করুন। তৈরি করা চারটি অংশ টেপ বা সুপার গ্লু দিয়ে পরপর লাগিয়ে দিন। ব্যাস হয়ে গেল। এখন শুধু উল্টো করে আপনার স্মার্টফোনের উপরে রাখুন। হ্যাঁ অবশ্যই স্মার্টফোনে কোন এ্যানিমেশন কিছু ছাড়ুন আর দেখুন মজা।
আর কিভাবে বানাবেন তা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখে নিন:
একে স্মার্টফোনের স্ক্রিনে রাখলে ছবি থ্রিডি ছবির মতো প্রতিফলিত হবে।
ট্র্যাপজয়েডের মধ্যে ত্রিমাত্রিক হলোগ্রাম তৈরি হবে। মনে হবে ফোন থেকে ছবিটি বেরিয়ে এসেছে।

বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।

খবরগুলো আপনার ফেসবুক হোমপেজে নিয়মিত আপডেট পেতে লাইক করুন