Bandwidth Monitor

আজকে আপনাদের সামনে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব, যেটা দিয়ে আপনি সবসময় আপনার পিসিতে কি পরিমান নেট ব্যবহার করেছেন, সেটা দেখা যাবে। এর মাধ্যমে আপনি আপনার পছন্দমত রিপোর্ট-ও জেনারেট করতে পারবেন।

এই সফটওয়্যারটার অনেক সুন্দর ফিচার রয়েছে। যা আপনি খুব সহজেই দেখতে পারবেন। এটা একটা পোর্টেবল ভার্সন। এইটা চালাতে কোন সেটআপ ফাইল দরকার হয় না। তবে সমস্যা হচ্ছে, কোন কোন এন্টিভায়রাস এটা ইএক্সই ফাইল হওয়াতে ভায়রাস মনে করে। আসলে এটা কোন ভায়রাস না। এটা পুর্ণাঙ্গ সফটওয়্যার। দেরি না করে এর কয়েকটি ফিচার আপনাদের সামনে নিয়ে আসছি।

প্রথমে নিচের লিংক গুলো থেকে জিপ করা অথবা সরাসরি ইএক্সই ফাইলটা ডাউনলোড করে নেন।

মিডিয়া ফায়ার জিপ লিংক: এখানে ক্লিক করুন
ড্রপ বক্স জিপ লিংক: এখানে ক্লিক করুন
ড্রপ বক্স ইএক্সই লিংক: এখানে ক্লিক করুন

এবার ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করুন। ব্যাস হয়ে গেল।

এবার আপনি এই উইন্ডোটির মাঝে মাউস পয়েন্টার রেখে ডান বোতাম ক্লিক করুন। বিভিন্ন অপশন দেখতে পারবেন।

  • ট্রাফিক রিপোর্টের মাধ্যমে আপনি কতটুকু ইন্টারনেট ব্যবহার করেছেন, সেটা দেখা যাবে। এখানে আপনি দিন নির্বাচন করে দিতে পারবেন।
  • স্টপ ওয়াচের মাধ্যমে আপনি নির্দিষ্ট সময়ে কতটুকু ইন্টারনেট ব্যবহার করেছেন এবং আপনার স্পিড কত, সেটা দেখা যাবে।
  • রেটস রেকর্ডের মাধ্যমে আপনি কোন কোন নেটওয়ার্ক কানেকশন ব্যবহার করে কতটুকু নেট ব্যবহার করেছেন, সেটা দেখা যাবে।
  • টিসিপি ভিউ আপনি দেখতে পারবেন না। এজন্য আলাদা সফটওয়্যার লাগবে।
  • এডাপ্টরের মাধ্যমে আপনি কোন কোন এ্যাডাপ্টর ব্যবহার করেছেন, সেটা দেখা যাবে। এখানে এডাপ্টর বলতে লোকাল এরিয়া কানেকশন, ওয়্যারলেস কানেকশন ইত্যাদি বোঝানো হয়েছে।
  • ভিউ এর মাধ্যমে আপনি আপনার সফটওয়্যারকে দেখার জন্য কাস্টমাইজ করতে পারবেন।

এভাবে আপনি বিভিন্ন অপশন নিজেই চেক করে দেখতে পারবেন।
আমি এই সফটওয়্যারটা ৫ বছরের বেশি সময় ধরে ব্যবহার করি। আমার কাছে এটা অনেক ভাল লাগে। আপনিও ব্যবহার করে দেখুন। তবে অনেকেই ডিইউ মিটার ব্যবহার করেন। এটার সবচেয়ে বড় সুবিধা হল, এটার ফাইল সাইজ অনেক ছোট এবং কোন ঝামেলা করে না। কোন লাইসেন্স চায় না।

আপনার উপকারে আসলে শেয়ার করতে ভুলবেন না।

বি:দ্র: প্রতিটি লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুকপেজ-এ লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যেকোন বিষয়ে জানতে চাইলে এবং আপনার কোন লেখা প্রকাশ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ বিডি লাইফ এ যেয়ে ম্যাসেজ করতে পারেন।

খবরগুলো আপনার ফেসবুক হোমপেজে নিয়মিত আপডেট পেতে লাইক করুন